রাশিয়ার তেলে কৃষ্ণ সাগরের ৫০ কিলোমিটার সৈকত দূষিত
রাশিয়া বুধবার সমুদ্রে ছড়িয়ে পড়া হাজার হাজার টন তেল পরিষ্কার করার কার্যক্রম আরো জোরদার করেছে। তেল ছড়িয়ে পড়ায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে সৈকত দূষিত হয়েছে। দেশটির তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে।
এর আগে রবিবার আজভ ও কৃষ্ণ সাগরের সংযোগস্থলে একটি পুরনো রুশ তেলবাহী জাহাজ ভেঙে ডুবে যায় এবং অন্যটি উপকূলে আটকে যায়।
এলাকাটি ক্রিমিয়ার মস্কো অধিকৃত অঞ্চল ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের মধ্যে অবস্থিত, যা সৈকত রিসোর্টের জন্য পরিচিত।জাহাজ দুটি প্রায় ৯ হাজার টন তেল বহন করছিল। উপগ্রহ চিত্র অনুযায়ী, প্রায় তিন হাজার টন তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবার আনাপা থেকে উত্তরে তেমরিউকের বন্দর পর্যন্ত ৪৯ কিলোমিটার সৈকত পরিষ্কার করছে এবং মোট ৭০ কিলোমিটার সৈকত নজরদারিতে রেখেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমুদ্র সৈকত
- দূষিত হচ্ছে