You have reached your daily news limit

Please log in to continue


অপ্রস্তুত ও ভুল নকশায় বিআরটিতে জনদুর্ভোগ আরো বাড়াবে

নির্মাণকাজে সাত বছরের জনভোগান্তির পর নকশাগত ত্রুটি রেখে গত ১৫ ডিসেম্বর অপ্রস্তুত অবস্থায় বিমানবন্দর-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডোরে শুরু হয়েছে বাস চলাচল। বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, বিআরটি লেন সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত রাখায় উদ্বোধনের দিনই ভয়াবহ যানজটে পড়ে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস।

৫০ মিনিটে যাতায়াতের জন্য যে করিডোর নির্মাণ করা হয়েছে, সেই করিডোর পার হতে উদ্বোধনের দিন বাসগুলোর সময় লাগে দেড়-দুই ঘণ্টা। আবার বিআরটি করিডোর নির্মাণ করতে গিয়ে সংকুচিত করে ফেলা হয়েছে ঢাকা-গাজীপুরের ব্যস্ততম মহাসড়ক। এ কারণে বিআরটি লেনের বাইরেও যানজট মহাসড়কটির নিত্যসঙ্গীতে পরিণত হয়েছে। প্রকল্পটি বিমানবন্দর-গাজীপুর করিডোরে জনদুর্ভোগ আরো বাড়িয়ে দেবে বলে মত অবকাঠামো বিশেষজ্ঞদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন