২০২৫ সালে সাইবার জগতের সুরক্ষায় যে পূর্বাভাস দিল ক্যাসপারস্কি
আসছে নতুন বছর। ২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান হয়ে উঠবে বলে জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একই সঙ্গে নতুন বছরে ফিশিং আক্রমণের পাশাপাশি বিভিন্ন সেবা ব্যবহারের প্রলোভনে ভুয়া নিবন্ধনের প্রচারণা, নকল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য চুরি ও ম্যালওয়্যার হামলার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্যাসপারস্কি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বছরে জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) ও ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্টের (সিপিআরএ) সহায়তায় গোপনীয়তা সুরক্ষার নীতি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ব্যবহারকারীরা ডেটা মনিটাইজেশন ও তথ্য আদান-প্রদান নির্বিঘ্নে করতে পারবেন। একই সঙ্গে ডিসেন্ট্রালাইজড ডেটা স্টোরেজ ব্যবস্থায় তথ্যের ওপর নিয়ন্ত্রণও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।