ওয়াইজ স্টারের হাতে যাচ্ছে না রিং শাইন, শেয়ার কেনাবেচার চুক্তি বাতিল

প্রথম আলো প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল ওয়াইজ স্টার টেক্সটাইল মিলসের সঙ্গে শেয়ার বিক্রির যে চুক্তি করেছিল, তা বাতিল করেছে।


গত রোববার কোম্পানির পর্ষদ সভার বৈঠকে শেয়ার বিক্রির চুক্তি বাতিল করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে রিং শাইন এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। বলা হয়েছে, অংশীজনদের স্বার্থ রক্ষার জন্য চুক্তির অবসান প্রয়োজন ছিল; চুক্তি বাতিলের প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি আলোচ্য চুক্তিকে ঘিরে বিতর্কিত কার্যক্রমের কথা উল্লেখ করেছে।


রিং শাইন টেক্সটাইলের উদ্যোক্তাদের ১৯ কোটি শেয়ার অধিগ্রহণ করার কথা ছিল ওয়াইজ স্টার টেক্সটাইল মিলসের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অধিগ্রহণের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও