![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-16%252F2ho2zwwj%252FJolaniAFP.jpg%3Frect%3D56%252C0%252C756%252C504%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সিরিয়ার নতুন শাসক শারা শুরুতেই যে চমক দেখালেন
আসাদের পতনের পর দ্বিতীয় সপ্তাহ গড়িয়েছে। সিরিয়া এখনো উচ্ছ্বাস এবং নতুন দিনের আশার ঢেউয়ে ভাসছে। এই আনন্দের সঙ্গে যোগ হয়েছে নতুন শাসক আহমেদ হুসাইন আল-শারার (যিনি আল-জোলানি নামে বেশি পরিচিত) চমকপ্রদ কর্মকাণ্ড।
সপ্তাহান্তে তিনি সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের আসল সমস্যা ইরানের ইসলামি সরকার। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে না গিয়ে কূটনীতির মাধ্যমে তাঁরা সব সমস্যার সমাধান করতে চান।
যদিও শাসনকার্য চালানো কঠিন কাজ এবং এতে অনেক বাধা আসতে পারে। তবে শারার শুরুটা খুবই আশাব্যঞ্জক মনে হচ্ছে।
শারার চিন্তাধারা বোঝার জন্য বিভিন্ন সময়ে তাঁর দেওয়া বক্তব্য বিশ্লেষণ করা যেতে পারে। যেমন তিনি যখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করে ইদলিবের নিয়ন্ত্রণ গ্রহণ করেন, তখনকার বক্তব্য আমাদের বিশ্লেষণ করতে হবে। তাঁর ইদলিব প্রদেশ শাসনের সময়কার অভিজ্ঞতা এবং অবশেষে আসাদের শাসনের অবসান ঘটিয়ে বিদ্রোহীরা সিরিয়ার দখল নেওয়ার পর মিডিয়াতে দেওয়া সাক্ষাৎকারগুলোও আমাদের খতিয়ে দেখতে হবে।
- ট্যাগ:
- মতামত
- শাসক
- সিরিয়া
- সিরিয়ায় অভিযান
- সিরিয়া যুদ্ধ