জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ আস্থা ভোটে হেরে গেছেন। ফলে তাকে সংসদ ভেঙে দেয়ার অনুরোধ জানাতে হবে রাষ্ট্রপতিকে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের ওপর অনাস্থা জ্ঞাপন করেছেন দেশটির বেশিরভাগ সাংসদ। এর ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার সংসদে অনুষ্ঠিত ভোটে ৭১৭ জন তাদের মতামত প্রদান করেন। এর মধ্যে বর্তমান চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি, ওলাফ শলজের পক্ষে ভোট দেন ২০৭ জন। ভোটদানে বিরত থাকেন ১১৬ জন। জার্মানির নিম্ন কক্ষের প্রেসিডেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ এই তথ্য জানায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সরকার পতন