![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-16%252Fce8vmygf%252FWhatsApp-Image-2024-12-16-at-4.31.46-PM.jpeg%3Frect%3D0%252C0%252C1151%252C767%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
মেহেদীর বিশ্বাস ছিল হাসান পারবে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩
ভেন্যু আলাদা। সংস্করণ ও প্রতিপক্ষও আলাদা। বোলার একই। শেষ ওভারে জিততে প্রয়োজনীয় রানসংখ্যাও ছিল একই। ফলও আলাদা হয়নি। বাংলাদেশ জিতেছে দুবারই।
প্রথমবারেরটা আগে বলা যাক। গত বছর মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে। জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার ছিল আইরিশদের। বোলার ছিলেন হাসান মাহমুদ। ২টি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৪ রান দিয়ে বাংলাদেশকে ম্যাচটা ৫ রানে জিতিয়ে সিরিজও জিতিয়ে দেন এই পেসার।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- মেহেদী হাসান