You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন আনুষ্ঠানিকভাবে বরখাস্ত

সামরিক আইন জারি করার কারণে পার্লামেন্টের ভোটে অভিশংসিত হওয়া ইউন সুক ইওলকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে তার দপ্তর জানিয়েছে।

শনিবার অভিশংসনের কয়েক ঘণ্টা পর দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তার বরখাস্তের আদেশ জারি হয়, খবর বিবিসির।

দায়িত্ব থেকে বরখাস্ত ও রাষ্ট্র প্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেওয়া হলেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন।

দক্ষিণ কোরিয়ার সংবিধান, আইন ও প্রটোকল নির্দেশিকা অনুযায়ী ইউন কিছু ক্ষমতা হারালেও তার কিছু ক্ষমতা বজায় থাকবে।

রয়টার্স জানায়, ইউনের প্রধান সাংবিধানিক ক্ষমতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হান দক-সুর কাছে হস্তান্তর করা হয়েছে। এসবের মধ্যে কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও একত্রিকরণ বিষয়ক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গণভোটে দেওয়ার অধিকার সংরক্ষণ করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

ইউন সামরিক আইন জারির ও কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক ক্ষমতা, সামরিক বাহিনীর নেতৃত্ব এবং ফৌজদারি অভিযোগের তদন্ত থেকে রেহাই পাওয়ার সুযোগ হারাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন