ইউক্রেনকে পরিত্যাগ করব না, তবে মার্কিন ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা পাগলামি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে চালানো হামলার বিষয়টিকে পাগলামি বলে অভিহিত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে প্রকাশিত ‘পারসন অব দ্য ইয়ার’ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘দৃঢ়ভাবে’ এই বিষয়ে দ্বিমত পোষণ করেন। এ ছাড়া, তিনি ইঙ্গিত দিয়েছেন যে—রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সংক্রান্ত মার্কিন নীতিতে নাটকীয় পরিবর্তন আসতে পারে।
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যা ঘটছে তা পাগলামি, অবশ্যই পাগলামি। আমি শত শত মাইল দূরে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করি। আমরা (যুক্তরাষ্ট্র) এটা কেন করছি? আমরা এই যুদ্ধকে শুধু বাড়িয়ে তুলছি এবং পরিস্থিতি আরও খারাপ করছি। এটি কখনোই অনুমোদিত হওয়া উচিত ছিল না।’
এর আগে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতি দেন। মূলত তাঁর সিদ্ধান্তের সমালোচনা করেই এই মন্তব্য করেছেন ট্রাম্প। তবে বাইডেন প্রশাসনের দাবি, রাশিয়ার হয়ে ইউক্রেনের রণক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনার উপস্থিতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।