এটি ভাইরাসজনিত রোগ। এ রোগ কয়েক বছর থেকে শিশুদের বেশি দেখা যাচ্ছে। অনেকে এটাকে জলবসন্ত মনে করেন। হ্যান্ড, ফুট ও মাউথ ডিজিজ—রোগের এমন নাম থেকে বোঝা যায় রোগটি হাত, পা ও মুখের ভেতর হয়।
এই রোগ সাধারণত ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের বেশি হয়। তবে শিশুদের ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বড়দের হতে পারে।
এই রোগ কেন হয়
এ রোগের প্রধান কারণ ভাইরাস। প্রধানত কক্সেকি ভাইরাস এবং কোনো কোনো ক্ষেত্রে এন্টেরো ভাইরাস সংক্রমণে এ রোগ হয়।