শীতের মিরসরাই, মনমাতানো, চোখধাঁধানো
অগ্রহায়ণের শেষ বিকেলে দিগন্তজোড়া মাঠে মৃদু বাতাসে দুলছে আমনের শিষ। পাকা ধানের গায়ে মিষ্টি রোদের আভায় মাঠকে মনে হচ্ছে সোনালি বিছানা। সবুজের বাঁধন ছেড়ে তেমন এক মাঠের আলপথে নেমে পড়লে বাতাসে মিলবে পাকা ধানের ম–ম গন্ধ। ইতিউতি ঘুরলে দেখা যাবে কৃষকের ফসল ঘরে তোলার উৎসব। এমন এক বিকেলের সাক্ষী হতে আপনাকে আসতে হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। এখানে শুধু কি মাঠ-ফসলের শোভা, পাহাড়, নদী, হ্রদ আর সমুদ্রেঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এমন লীলাভূমি যে খুঁজে পাওয়া ভার।
চোখ জুড়াবে সবুজ পাহাড়
মিরসরাই উপজেলার পুরো পূর্ব পাশটাই সুউচ্চ পাহাড়ে ঘেরা। শীতেও ঘন সবুজ বনের এসব পাহাড়ে ঝরনার কলকল শব্দ আপনাকে দেবে ভিন্ন এক অনুভূতি। একটু সময় নিয়ে ঘুরলে এখানকার পাহাড়ি ট্রেইলগুলো হতে পারে আপনার ভ্রমণের রোমাঞ্চকর অনুষঙ্গ। আর এসব বন পথে ঘুরতে গিয়ে দেখা মিলবে বানর, বনমোরগ নানা জাতের সাপসহ আরও অনেক প্রকৃতির সন্তানদের। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে পিপাসা মেটাবে ঝরনার শীতল জল। প্রশান্তি দেবে জাম, ডুমুর বা চাপালিশের ছায়া।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- ভ্রমণ
- ভ্রমণ স্থান