সাত মাস ধরে নিখোঁজ মার্কিনিকে পাওয়া গেল দামেস্কের কাছে, ছিলেন আসাদের কারাগারে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮
সিরিয়ার কারাগারে কয়েক মাস ধরে বন্দী থাকা এক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন। দেশটিতে বিদ্রোহীরা বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার পর মুক্তি পান তিনি। যুক্তরাষ্ট্র থেকে সিরিয়া যাওয়ার পর তাঁকে আসাদ সরকার গ্রেপ্তার করেছিল।
সিবিএসকে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর নাম ট্র্যাভিস টিমারম্যান। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে তাঁকে স্থানীয় বাসিন্দারা খুঁজে পান।
এই মার্কিন নাগরিক এমন একসময় উদ্ধার হলেন, যখন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা ঘোষণা দিয়েছেন যে তাঁরা বাশার আল-আসাদের কুখ্যাত কারাগারগুলো বন্ধ করে দেবেন। আর এসব কারাগারে বন্দীদের নির্যাতন ও হত্যার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।