বাগ্দান সারলেন সেলেনা গোমেজ
প্রথম আলো
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮
জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকে নিয়ে চর্চার শেষ নেই। এর মধ্যে বাগ্দানের খবরে শিরোনামে এলেন তিনি। প্রেমিক, সংগীত প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগ্দান সেরেছেন এই তারকা।
ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, সেলেনার অনামিকায় হীরার আংটি শোভা পাচ্ছে। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যমে বাগ্দানের গুঞ্জনটা চাউর হয়েছিল।
আজ বুধবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বাগ্দানের ঘোষণা দিয়েছেন সেলেনা। ক্যাপশনে লিখেছেন, ‘চিরদিনের জন্য শুরু...।’ মন্তব্যের ঘরে হবু বর বেনিও রসিকতা করে লিখেছেন, ‘দাঁড়ান! এটা তো আমার স্ত্রী।’
ইনস্টাগ্রামে পোস্ট করা চারটি ছবির মধ্যে প্রথম ছবিতে দেখা গেছে, সেলেনার আঙুলে চকচক করছে হীরার আংটি। আরেকটি ছবিতে আংটি পরা আঙুলের দিকে তাকিয়ে আছেন তিনি। আর শেষ ছবিটি বেনির সঙ্গে।
- ট্যাগ:
- বিনোদন
- বাগদান
- সেলেনা গোমেজ