You have reached your daily news limit

Please log in to continue


প্রশাসনে বড় রদবদল আসছে, শিগগিরই প্রজ্ঞাপন

প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আসছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করায় পদটি খালি হয়।

এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে নেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে আসতে পারেন পরিকল্পনা কমিশনের সদস্য ও অ্যাডমিনিস্ট্রেট সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা শামসুল আলমকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন