শীতের মিঠে রোদে ঘুরে আসুন সন্দ্বীপ

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫

শীতের মিঠে রোদ পড়েছে সারি সারি নারকেলগাছের মাথায়। তার পাশে বিস্তীর্ণ মাঠের মসৃণ ঘাসের কার্পেট এসে মিশেছে সাগরের বালুচরে। নিরিবিলি গ্রামের মেঠো পথের দুই ধারে ধানের খেত। খেতের আলে লাগানো খেজুরের গাছে বসানো হাঁড়ি। সেখান থেকেই ছড়িয়ে পড়ছে রসের ঘ্রাণ। একটু গেলেই গৃহস্থবাড়ির পুকুরে হাঁসের ঝাঁকের ঝুপঝাপ নেমে যাওয়ার দৃশ্য—এমন মনভোলানো পরিবেশ চট্টগ্রামের সন্দ্বীপ ছাড়া আর কোথায় আছে।


যারা সাগর, নদী, চর, মহিষের বাথানের গল্প শুনেছেন, ভালোবাসেন গ্রামীণ পরিবেশ আর অকৃত্রিম আতিথ্য—সন্দ্বীপ তাঁদের জন্য বেড়ানোর আদর্শ জায়গা। এখানে এলে রসে ডুবিয়ে পিঠাপুলির স্বাদ যেমন নেওয়া যাবে, তেমনি পুকুর-নদীর তাজা মাছ, হাঁসের মাংস, মহিষের দইয়ে রসনা তৃপ্ত করার সুযোগ মিলবে। সন্দ্বীপ যে এসবেরই জন্য বিখ্যাত। অপরূপ প্রকৃতি যেমন এই দ্বীপের শোভা, তেমনি এখানকার অকৃত্রিম ও অতিথিপরায়ণ মানুষজনও আপনার মন ভোলাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও