বিখ্যাত বা ধনকুবেররা প্রেমিক হিসেবে কেমন?
ক্ষমতা ও বিত্তের সঙ্গে প্রতারণার কী সম্পর্ক?
বিখ্যাত তারকা, শিল্পপতি বা খেলোয়াড়দের ভক্ত–অনুরাগীর অভাব নেই। এ ধরনের চরিত্রের প্রতি স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ থাকে। এ ধরনের ব্যক্তির কেউ হয়তো সমাজের ক্ষমতাবান, কারও–বা বিস্তর টাকাপয়সা আছে। কেউ আবার রাজনৈতিকভাবে প্রভাবশালী। প্রচলিত ধারণা হলো, সঙ্গী হিসেবে তাঁদের সবাই হয়তো দারুণ; কিন্তু অর্থবিত্ত ও ক্ষমতার অন্ধকার বা ধূসর দিকও আছে। বাস্তবে তাঁরা রোমান্টিক না–ও হতে পারেন। আর এদিকে গবেষণা বলছে, ক্ষমতাবানেরা বেশির ভাগ সময় সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন!
ব্যস্ততা ক্ষমতাবানদের দেয় না অবসর
সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বেশির ভাগ সময় নিজের প্রতিপত্তি সামলাতেই ব্যস্ত থাকেন। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেও তাঁদের চিন্তার কমতি থাকে না। ফলে সঙ্গীকে নিয়ে তাঁরা খুব বেশি ভাবেন না, নিজেদের আখের গোছাতেই মনোযোগ থাকে। যুক্তরাষ্ট্রে রচেস্টার বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের রাইকম্যান বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় এসব তথ্য জানা গেছে। গবেষকেরা ক্ষমতা কীভাবে সম্পর্কের বিশ্বস্ততা বদলে দেয়, সেটাই খোঁজার চেষ্টা করেছেন।