শিল্পী পাপিয়া সারোয়ার ‘লাইফ সাপোর্টে’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪
একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
চিকিৎকের বরাতে তার স্বামী সারোয়ার এ আলম বুধবার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাপিয়া এখন ‘লাইফ সাপোর্টে’ আছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
“আমরা আত্মীয়-স্বজন সবাই আছি হাসপাতালে। আমার মেয়ে বিদেশ থেকে এসেছে। এখন আমরা অপেক্ষায় আছি।”
২০২১ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দর্শক-শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের শিল্পী পাপিয়া সারোয়ারের খ্যাতি রবীন্দ্রসংগীতে। আধুনিক গানেও তিনি পরিচিত।
- ট্যাগ:
- বিনোদন
- লাইফ সাপোর্ট
- একুশে পদক