২৯ জেলা ফুটবল সংস্থার কমিটি ভেঙে দিয়েছে বাফুফে

প্রথম আলো প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:২০

প্রায় চার ঘণ্টা ধরে চলল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন নির্বাচিত কমিটির দ্বিতীয় সভা। সভায় জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম সভা শেষের ব্রিফিংয়ে জানান, জাতীয় দলের হেড কোচ কাবরেরার চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।


বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি তাঁর হাতেই রেখেছেন। তিনি এক সপ্তাহের মধ্যে সবার সঙ্গে বসে কাবরেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা সেই সভায়।

বাফুফের আজকের সভার বড় সিদ্ধান্ত—ভেঙে দেওয়া হয়েছে দেশের ২৯টি জেলা ফুটবল সংস্থার (ডিএফএ) কমিটি। নির্বাহী কমিটির প্রথম সভায় গঠিত ডিএফএগুলোর মনিটরিং কমিটি ৩৬টি ডিএফএর কমিটির ব্যাপারে পর্যালোচনা করে ২৯টির কমিটি ভেঙে দেওয়ার সুপারিশ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও