ছুটির দিনগুলো আনন্দময় করার পরিকল্পনা আছে?
স্কুল-কলেজ ছুটি হতে শুরু করেছে। সন্তানের সঙ্গে মিলিয়ে অনেক মা-বাবা অফিস থেকে ছুটি নেবেন। কাছে বা দূরে কয়েকটা দিন ঘুরে বেড়াবেন মনের আনন্দে। কেউ যাবেন পাহাড় বা সমুদ্রের ধারে। কেউ শীত উপভোগ করতে ছুটবেন গ্রামের বাড়ি। পিঠা-পায়েসের স্বাদ নিতে নিতে স্মৃতি রোমন্থন চলবে পোড়োবাড়ি, শেওলা জমা পুকুরঘাট আর নদীর ধারে দাঁড়িয়ে। অনেকে পরিবার নিয়ে ছুটিটা হয়তো বাসাতেই কাটিয়ে দেবেন। যে যা-ই করুন না কেন, ছুটি শেষে যেন মনে না হয়, ‘ধুর ছাই, পুরো ছুটি মাটি হয়ে গেল!’
যাঁর যেমন সামর্থ্য, সেভাবেই ছুটির আগে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সাজানো ভালো বলে মনে করেন ভ্রমণ আয়োজক প্রতিষ্ঠান ট্যুর গ্রুপ বিডির কর্ণধার ইমরানুল আলম। তিনি বলেন, ‘বিশ্বজুড়েই বেড়ানোর মৌসুম এটা। শীতকাল, বড়দিন, ইংরেজি নতুন বছর—সব মিলিয়ে মানুষ লম্বা ছুটিতে থাকে। আমাদের দেশে আবার তার সঙ্গে যুক্ত হয় বার্ষিক পরীক্ষার পরের স্কুল ছুটি। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে কিছু বিষয়ে আগেই বুকিং দিয়ে রাখা ভালো। কোনো দর্শনীয় স্থানে যেতে চাইলে সেখানকার থাকার জায়গা, যাতায়াতের টিকিট ইত্যাদি আগেই বুক করে নেওয়া ভালো।’
- ট্যাগ:
- লাইফ
- ছুটির দিনে
- ছুটির সময়
- ছুটি