সংবিধান সংস্কার নিয়ে মতামত জরিপ করেছে বিবিএস
প্রথম আলো
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭
সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় মতামত জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ইতিমধ্যে ৬৪ জেলার ২ হাজার ৩০৪টি নমুনা এলাকার নির্বাচিত পরিবারের ১৮ থেকে ৭৫ বয়সী সব সদস্যদের মধ্য থেকে একজনের মতামত সংগ্রহ করা হয়েছে।
মূলত কী ধরনের সংবিধান সংস্কার দেখতে চান, সে বিষয়ে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে মতামত জানতে চাওয়া হয়। ৫ থেকে ১০ ডিসেম্বর এই মতামত নেওয়া হয়। শিগগিরই মতামত জরিপের ফল প্রকাশ করবে বিবিএস।
প্রতিটি জেলা থেকে ৭২০ জনের মতামত নেওয়া হয়েছে। সেই হিসাবে প্রায় ৪৬ হাজার মানুষের মতামত পেয়েছে বিবিএস।