রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোঁয়াশা, সরকারের উদ্দেশ্য নিয়ে ‘সন্দেহ’
দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন— এমন আশা রাজনৈতিক দলগুলোর। তাদের নেতারা বলছেন, সংস্কার কার্যক্রমের জন্য যৌক্তিক সময় রেখে সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। রোডম্যাপ ঘোষণা না করার ফলে দেশে একটি গুমোট পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে।
তারা বলছেন, নির্বাচনী রোডম্যাপ না থাকায় পুরোমাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারছে না দলগুলো। শুধু ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে, আওয়ামী লীগ ও তাদের মিত্ররা পালিয়ে বেড়াচ্ছে। দেশে-বিদেশে অবস্থান করে নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তারা।
বিএনপির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ না থাকায় দলের পক্ষ থেকে তৃণমূলে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তৃণমূলে দলকে সুসংগঠিত করার উদ্যোগও ভেস্তে যাচ্ছে। জেলায় জেলায় সম্ভাব্য অনেক প্রার্থী থাকলেও তা চূড়ান্ত করা যাচ্ছে না। ফলে নিজ নিজ এলাকায় যে যার মতো রাজনৈতিক বলয় তৈরি করছেন। তৃণমূল পর্যায়ে বিক্ষিপ্তভাবে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন কেউ কেউ।