দর্শকের হলে যাওয়ার ইচ্ছা আস্তে আস্তে মরে যাচ্ছে
দর্শকপ্রিয় অভিনেতা রওনক হাসান। ছোট পর্দার পাশাপাশি তিনি বড় পর্দায় অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত বানবাসি মানুষের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’। এ সিনেমা ও নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন অহিদুর রহমান
৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে নয়া মানুষ, সিনেমাটি নিয়ে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
যারা সিনেমাটি দেখেছেন, তারা খুবই ভালো বলছেন। অনেকে আমাকে বললেন, সিনেমাটি দেখে কেঁদেছেন। এমন ইমোশনাল রিঅ্যাকশন পাচ্ছি।
এ সিনেমায় নতুন চরিত্রে অভিনয় করার অনুভূতি কেমন ছিল ?
আমি খুব বিস্মিত হই যে এ রকম বানবাসি একজন প্রান্তিক মানুষ ও তার জীবনবোধ, চিন্তাভাবনা আমাকে খুবই আলোড়িত করেছে।
এ সিনেমায় আপনি যুক্ত হলেন কীভাবে?
আমাকে একদিন এ সিনেমার পরিচালক সোহেল ফোন করে বলে, ‘ভাই আমি একটা সিনেমা বানাতে চাই।’ তারপর একদিন আমরা একসঙ্গে বসি। তখন সে গল্পটা শেয়ার করল। এরপর স্ক্রিপ্ট পড়লাম, পরে আমরা শুটিংয়ে গেলাম।