যশোরে থোকায় থোকায় ঝুলছে রসালো ‘রামরঙ্গন’ কমলা

প্রথম আলো যশোর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২২

সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের ‘রামরঙ্গন’। যশোরের শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নের পানবুড়ি এলাকায় এর বাগান। বাগানের মালিক মো. অহিদুজ্জামান (৪০)।


শার্শা উপজেলার নাভারণ মোড় থেকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়ক ধরে পাঁচ কিলোমিটার গেলে কুচেমোড়া মোড়। এই মোড় এলাকায় নাভারণ-সাতক্ষীরা মহাসড়ক থেকে বেরিয়ে একটি পাকা সড়ক সোজা পশ্চিম দিকে চলে গেছে। সড়কটি ধরে ২০০ মিটার গেলে অহিদুজ্জামানের বাগান।


সম্প্রতি বাগান ঘুরে দেখা যায়, ফলের ভারে গাছের ডালগুলো নুঁইয়ে পড়েছে। বেশির ভাগ ফলে পাক ধরেছে। সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে কিছু সবুজ ফল। বাগান দেখতে ভিড় করছেন মানুষ। ছবি তুলছেন অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও