জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি
দর্শকসারির সামনের দিকে যাঁরা বসে ছিলেন, তাঁদের কেউ গুলিবিদ্ধ হয়ে হাত হারিয়েছেন, কেউ–বা হারিয়েছেন এক পা। কারও চোখে, মুখে, বুকে, পিঠে, কাঁধে গুলির ক্ষতচিহ্ন। দর্শকসারিতে আরও ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। গুমের শিকার স্বজনের ছবি হাতে এসেছিলেন অনেকে। হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার বহু পরিবারের অসংখ্য মানুষের গণজমায়েত হয়ে গেল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
আওয়ামী ফ্যাসিবাদী জুলুমে ভুক্তভোগীদের নিয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণজমায়েত করেছে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট এবং সংগঠনের নেতারা অংশ নেন। এই আয়োজনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও।
গণজমায়েত থেকে জুলাই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের বিচার দাবি করা হয়। একই সঙ্গে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোরালো দাবি ওঠে। অনুষ্ঠানে ‘জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলন ও ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে মায়ের ডাকের নির্মিত তথ্যচিত্র দেখানো হয়।