মাহমুদউল্লাহ-তানজিমের ব্যাটে সম্মানজনক পুঁজি বাংলাদেশের

যুগান্তর প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। ১১৫ রান তুলতেই খুইয়ে বসেছিল ৭ উইকেট। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার কাজটা করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং পেসার তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে তাদের ৯২ রানের জুটিতে শেষ পর্যন্ত সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৪৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২২৭ রান স্কোরবোর্ডে জমা করেছে সফরকারীরা।


সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই ওপেনার সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। সবশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুইবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন এই ব্যাটার।


তিনে নেমে টেস্ট মেজাজে ব্যাট করে আউট হয়েছে লিটন দাস। ১৯ বলে ৪ রান করে জেডেন সিলসের বল পুল করতে গিয়ে অদ্ভুত কায়দায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি।


প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ রান করলেও এদিন ১ রানের বেশি আসেনি অধিনায়ক মিরাজের ব্যাটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও