সহজ জয়ে ফেডারেশন কাপ শুরু আবাহনীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

প্রথম গোলটি আবাহনী পেল নানা ‘কাণ্ডের’ পর। এরপর আর তাদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলটিকে সহজে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করেছে আকাশি-নীল জার্সিধারীরা।


কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নরা। শাহরিয়ার ইমন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান ইয়াসিন খান।


শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা আবাহনী সপ্তদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। কিন্তু গোলটি নিয়ে শুরু হয় নানা ঘটনা। ইমনের হেডে বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে লক্ষ্যেই ছিল, সেই সময় চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার কোনোমতে ‘ক্লিয়ার করার’ পর বল গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও