ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধ উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছেন। সামাজিক যোগাযোগামাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’ শীর্ষক ক্যাপশনে ওই ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক বাংলাদেশের ছবি।
বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার বলছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালের পুরোনো ছবি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ-সংক্রান্ত প্রতিবেদন আজ মঙ্গলবার রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।