আমিরাতে উন্নত এআই চিপ রফতানির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
বণিক বার্তা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মাইক্রোসফটের একটি উৎপাদন কেন্দ্রে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রফতানির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএইর এআই ফার্ম জি৪২-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেন্দ্রটি পরিচালনা করে মাইক্রোসফট। এ বিষয়ে অবগত দুজনের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে মাইক্রোসফট জি৪২-এ ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এতে কোম্পানিটির শেয়ারের একটি অংশ ও পরিচালনা পর্ষদে একটি আসন পেয়েছে মার্কিন টেক জায়ান্ট। এ চুক্তির আওতায় জি৪২ মাইক্রোসফটের ক্লাউড পরিষেবা ব্যবহার করে তাদের এআই অ্যাপ্লিকেশন চালাবে।