দুই দিনে ২৫০ বিমান হামলা, সিরিয়ার সামরিক শক্তি গুঁড়িয়ে দিল ইসরায়েল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৯
সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রুশক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই হামলা চালিয়ে এসব অস্ত্রের মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুই সিরিয়ার নিরাপত্তা সূত্র টাইমস অব জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।