এআই ব্যবহার করে অনলাইনে আয়ের ৫টি উপায়
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রকেই নতুন আঙ্গিকে সাজাচ্ছে। নিজেদের কাজগুলো নিয়ে আমাদের ভাবাচ্ছে নতুন করে। ব্যবসাসংক্রান্ত লেখালেখি থেকে শুরু করে বিপণন, গ্রাহক সেবা, মিটিং, নতুন পণ্য তৈরি, নতুন পণ্য বাজারে আনার জন্য প্রয়োজনীয় বাজার গবেষণার মতো ক্ষেত্রগুলোয় এআই নতুন দিগন্ত খুলে দেওয়া এক প্রযুক্তি।
আগে একটা কাজ করতে আপনার যতটা সময় লাগত, সেই একই কাজ এআই ব্যবহার করে এখন আরও কম সময়ে করে ফেলা যাচ্ছে। এতে সময় বাঁচছে, কম সময়ে বেশি কাজ করার ফলে আয়ও বাড়ছে।
প্রথমত, এআই ব্যবহার করে আপনি ইতিমধ্যে যেসব কাজ করেছেন, সেসবই আরও বিস্তৃত করার জন্য ব্যবহার করতে পারেন। যেমন আপনি ব্লগার হয়ে থাকলে নতুন কনটেন্টের আইডিয়া তৈরি, এসইও ও গুগল র্যাঙ্কিং বাড়ানোর জন্য এআই ব্যবহার করতে পারেন।