ব্যাটিং উইকেটেও কেন ৩০০ পার করতে পারল না বাংলাদেশ
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:২২
এখনকার দিনে ব্যাটিংবান্ধব উইকেট আর ছোট বাউন্ডারির মাঠে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান আহামরি কিছু নয়; তবে একেবারে কমও নয়। সেন্ট কিটসে কাল প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান তুলে তাই বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তিতে ছিল। কিন্তু পরে দেখা গেল তিন শর কম রান যথেষ্ট নয়। বাংলাদেশের দেওয়া লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়ে ফেলেছে ৫ উইকেট আর ১৪ হাতে রেখে দিয়েই।
কারও কারও প্রশ্ন, বাংলাদেশ দল কি আরও বড় সংগ্রহ গড়ার সুযোগ হারিয়েছে? অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চারে নেমে ৭৪ রান করতে খেলেছেন ১০১ বল, মাহমুদউল্লাহর ৫০ রান করতে লেগেছে ৪৪ বল। বিপরীতে মিরাজের মতোই চারে নামা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ৮৬ রান করেছেন ৮৮ বলে। শেরফান রাদারফোর্ড তো ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের প্রায় হাতের মুঠোয় এনে দিয়ে আউট হয়েছেন।
- ট্যাগ:
- খেলা
- ব্যাটিং
- ব্যাটিং বিপর্যয়