ভারতে ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দিল্লির সব স্কুলে অভিযান চলছে এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল ৪৪টি স্কুলের মধ্যে দুটি, যারা বোমা হামলার হুমকি পেয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ সকালে স্কুল দুটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করেছে এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
সপ্তাহে স্কুল শুরুর প্রথম দিন সকালেই বোমা হামলার হুমকি ও সতর্কতার কথা ছড়িয়ে পড়ে।