ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে: ড. মঈন খান

যুগান্তর প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।


রোববার বিকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে জাঁকজমক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।


এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি এমএ ছাত্তার, সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, সিনিয়ির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, যুগ্ম সহসাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিপু,  সাংগঠনিক সম্পাদক আবু বকর, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও