আসাদকে রক্ষায় আর আগ্রহী ছিল না রক্ষক রাশিয়া: ট্রাম্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০২

বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে ব্যক্তিগত সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া আসাদকে পরিত্যাগ করাতেই তার পতন হয়েছে।


রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, "আসাদ চলে গেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া, রাশিয়া, রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।"


“সিরিয়ার সংঘাতে প্রথমদিকে জড়িত থাকার কোনও রাশিয়ার ছিল না। ইউক্রেইনের কারণে রাশিয়া সিরিয়ায় সব আগ্রহ হারিয়ে ফেলেছে… যে যুদ্ধ কখনও শুরু হওয়া উচিত ছিল না,” লেখেন ট্রাম্প।


বিদ্রোহী যোদ্ধারা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। টানা ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও