You have reached your daily news limit

Please log in to continue


ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিল বিএনপির সহযোগী ৩ সংগঠন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ দুপুর ১টার দিকে ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে এই স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে, আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে রামপুরা ব্রিজের কাছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল পুলিশ বাধার মুখে পড়ে। এতে বাড্ডা থেকে নতুন বাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর সোয়া ১টার দিকে এ রিপোর্ট পর্যন্ত ওই এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন