যা যা চলছে ওটিটিতে
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থীর গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে ওয়েব ফিল্ম 'সেমিস্টার ফাইনাল'। হইচইয়ে এসেছে মার্ডার মিস্ট্রি গল্পের সিরিজ ‘কালরাত্রি’।
এছাড়াও প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কাঙ্গুভা’ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। পাশাপাশি ভাইকে বাচাঁনোর গল্প নিয়ে আলিয়া ভাটের সিনেমা ‘জিগরা’ চলছে নেটফ্লিক্সে।
বঙ্গতে 'সেমিস্টার ফাইনাল'
শনিবার থেকে বঙ্গতে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম 'সেমিস্টার ফাইনাল'। ড্রামা ও কমেডি ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন রিয়াদ মাহমুদ। সিনেমায় দেখা যায়, বিবিএ স্টুডেন্ট নাবিল ও তার বন্ধুদের নানা কর্মকাণ্ড। তাদের পড়াশোনায় ফাঁকি দেওয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে শায়েস্তা করাসহ নানা ঘটনা নিয়ে এগিয়ে যায় 'সেমিস্টার ফাইনাল' গল্প। এতে নাবিল চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদী। আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, আব্দুল্লাহ রানা, আরফান আহমেদ, মাসুম রেজওয়ান, নিহাল, জয়নাল জ্যাক, তুহিন হোসেন।
হইচইয়ে 'কালরাত্রি'
ওয়েব সিরিজ ‘কালরাত্রি’ শুক্রবার থেকে চলছে হইচইয়ে। অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজটির গল্পে দেখা যায় বিয়ের পর শ্বশুড় বাড়িতে যাওয়ার পর সবকিছু এলোমেলো মনে হয় দেবীর। বুঝতে পারে তার স্বামীর মৃত্যুর শঙ্কা রয়েছে। কিছুদিনের মাথায় সেই শঙ্কা সত্যি করে খুন হয়ে যায় দেবীর স্বামী। খুনের রহস্যের কূল কিনারা করতে এগিয়ে যায় সিরিজের গল্প। এতে দেবীর চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু। আরও অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, রূপঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, দিয়া, অনুজয় চট্টোপাধ্যায়।
- ট্যাগ:
- বিনোদন
- ওটিটি প্ল্যাটফর্ম