You have reached your daily news limit

Please log in to continue


হেড-কামিন্সের তোপে ১০ উইকেটে হারল ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত-অস্ট্রেলিয়া উভয়ের জন্য বোর্ডার-গাভাস্কার ট্রফির তাৎপর্য অনেক। পার্থে প্রথম টেস্ট জিতে আগেই রোমাঞ্চের আভাস দিয়ে রেখেছিল ভারত। তবে অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে দেখা গেল উল্টো চিত্র। প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের বোলিং তোপে পড়ে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত। যা ১০ উইকেট হাতে রেখেই পেরিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

মাত্র তিনদিনেই শেষ হলো দিবারাত্রির এই টেস্ট, যেখানে দুই দল খেলেছে মাত্র ১০৩১ বল। ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি টেস্টে এটি সর্বনিম্ন। গতকাল (শনিবার) টেস্টের দ্বিতীয় দিনেই মূলত ভারতের হাত থেকে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ম্যাচটি। ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে তারা দিন শেষ করে। আজ তৃতীয় দিনে খেলতে নেমে ১৭৫ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। কিন্তু প্রথম ইনিংসে অজিরা ১৫৭ রানের লিড নেওয়ায় তাদের পুঁজিটা দাঁড়ায় মাত্র ১৮ রানের।

মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার দুই ওপেনারের যে বেগ পাওয়ার কথা নয়, তারা খেলেছেন কেবল ২০ বল। নাথান ম্যাকসুইনি ১০ ও উসমান খাজা ৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন। ১০ উইকেটের বিশাল জয়ে সিরিজে সমতা ফেরাল প্যাট কামিন্সের দল। এই জয়ে অবশ্য বড় ভূমিকা রয়েছে ট্রাভিস হেডেরও। ভারতের বিপক্ষে সবসময়ই জ্বলে ওঠা এই আগ্রাসী ব্যাটারের ১৪০ রানের সুবাদেই স্বাগতিকরা বড় লিড পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন