টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৭
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে ১৫ ওভারশেষে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে টাইগার যুবারা। আজিজুল হাকিম ১৩ ও শিহাব জেমস ১০ রানে ব্যাট করছিলেন।
দলীয় ১৭ রানে কালাম সিদ্দিক ও ৪১ রানে জাওয়াদ আবরার আউট হয়ে ডান। এরপর হাল ধরেন আজিজুল ও জেমস।
যুব এশিয়া কাপে ভারত নবম ও বাংলাদেশ দ্বিতীয় শিরোপার আশায় খেলছে। আগের দশ আসরে ভারত সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে। ২০১২ সালে ভারত ও পাকিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন হয়। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে শিরোপা জয় করে বাংলাদেশ।