শেষ মুহূর্তে গোল খেয়ে মুকুট হারানোর শঙ্কায় বার্সা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪

লা লিগায় আগের ম্যাচে মায়োর্কাকে ৫-১ হারিয়ে জয়ে ফিরেছিল বার্সেলোনা। তখন মনে হয়েছিল, আগামী কয়েক ম্যাচে অন্তত জয় পাবে কাতালানরা। কিন্তু হ্যান্সি ফ্লিকের দল জয়ের ধারা থেকে ছিটকে গেছে পরের ম্যাচেই। রিয়াল বেটিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বার্সা।


ম্যাচটি জিততে পারলে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকতো বার্সা। কিন্তু সেটি হয়নি। অন্যদিকে একই রাতে জিরোনার বিপক্ষে জিতে বার্সার কাছাকাছি চলে এসেছে রিয়াল।


১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। এক ম্যাচ হাতে রেখে রিয়ালের পয়েন্ট ৩৯। পরের ম্যাচে রিয়াল জিতে গেলেই চলতি মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান হারাবে বার্সা। সেক্ষেত্রে দুই দলের ম্যাচও হবে সমান সমান।


গতকাল শনিবার রাতে বেটিসের মাঠে ম্যাচের মূল সময়ে এগিয়েই ছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে ব্যর্থ হয় তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও