ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
যুগান্তর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫৮
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ভারত এখন ফাইনালে। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান।
এদিকে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারাল মোহাম্মদ আমানের দল। প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে শ্রীলংকা। জবাবে ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ করে ভারত। অন্যদিকে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকা রোববার ফাইনাল।
ছোটদের এশিয়া কাপে ভারতের বিপক্ষে এঁটে উঠতে পারল না শ্রীলংকা। ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়রা। আয়ুশ ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ