পাগলা মসজিদের দানের বাক্স
আবারও সংবাদ শিরোনামে কিশোরগঞ্জের পাগলা মসজিদ।এবার দানবাক্সে জমা পড়েছে ২৯ বস্তা টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। মাত্র কয়েক মাস আগেও সংবাদ হয়েছিলো পাগলা মসজিদের দানবাক্সের টাকা। তখন পাওয়া গিয়েছিল ৭ কোটি টাকার বেশি। এবার ২৯ বস্তায় মিলেছে প্রায় সোয়া ৮ কোটি টাকা।
রীতিমতো উৎসবের আমেজ। জেলাপ্রশাসন, পুলিশ, মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে দানবাক্স খোলা, টাকা গোনা এবং নিরাপদে সেগুলো ব্যাংকে জমা। রীতিমতো হৈ হৈ ব্যাপার। বাংলাদেশে আর কোথাও কোনো মসজিদকে কেন্দ্র করে এমন আয়োজন হয় না। দানবাক্সেও এত টাকা জমা হয় না। শুধু মসজিদ কেন দানের সবচেয়ে বড় ক্ষেত্র মাজারগুলোতেও এত পরিমাণ অর্থ জমা হয় না। কিংবা এমন নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সংশ্লিষ্টতাও চোখে পড়ে না।
- ট্যাগ:
- মতামত
- দানবাক্স
- পাগলা মসজিদ