You have reached your daily news limit

Please log in to continue


সিরিয়া থেকে সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান

সিরিয়ার বিদ্রোহী বাহিনী দ্রুত অগ্রসর হওয়ার কারণে ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্রদেশ ইরান। পরিস্থিতি অবনতির মুখে সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু করেছে তেহরান।  সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

আঞ্চলিক ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার, কয়েকজন কূটনীতিক এবং তাদের পরিবার এবং বেসামরিক ব্যক্তিরা রয়েছেন।  জানা গেছে, শুক্রবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

মার্কিন সংবাদপত্রটি আরও জানায়, কিছু কর্মকর্তা তেহরান থেকে বিমানপথে, অন্যরা স্থলপথে লেবানন, ইরাক এবং সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন