পাহাড়-ঝরনার কাছেই অপূর্ব এক সমুদ্রসৈকত, যেতে চান?
সমুদ্রসৈকতজুড়ে সবুজ ঘাসের বিছানা। কিছুদূর পরপর কেওড়াগাছ। কেউ চাইলে বিকেলের মিষ্টি রোদে সবুজ ঘাসে বসে সাগরের পানিতে পা ভিজিয়ে চুপচাপ সময় কাটাতে পারেন দীর্ঘক্ষণ। লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি আর সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন কল্পনার সাগরে। মনোমুগ্ধকর এই স্থানের নাম ‘গুলিয়াখালী সমুদ্রসৈকত’।
অপূর্ব এই সমুদ্রসৈকতের অবস্থান চট্টগ্রাম নগরের পাশের সীতাকুণ্ড উপজেলায়। নানা তীর্থস্থান আর পাহাড়-ঝরনার কারণে এমনিতেই পর্যটকদের গন্তব্যের তালিকায় থাকে সীতাকুণ্ড। গুলিয়াখালী সমুদ্রসৈকতের কারণে নতুন করে উপজেলাটিতে পর্যটক বাড়ছে। প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করছেন গুলিয়াখালী সৈকতে।
সমুদ্রসৈকতটির পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, বোটানিক্যাল গার্ডেন এবং সহস্রধারা ও সুপ্তধারা নামে দুটি ঝরনা। ফলে পর্যটকেরা চাইলে স্বল্প সময়ে একসঙ্গেই সাগর-পাহাড়-ঝরনা দেখার পরিকল্পনা করতে পারছেন।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- ভ্রমণ
- ভ্রমণ টিপস