আইনজীবী হত্যা: চন্দন ৭, রিপন ৫ দিনের রিমান্ডে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার চন্দন দাসকে ৭ দিনের এবং রিপন দাশকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হলে আদালত চন্দন দাসের ৭ দিন এবং রিপন দাশের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।"
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপন দাশকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) তারেক আজিজ জানিয়েছিলেন, রিপন দাশ আইনজীবী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নয়। তবে হত্যাকাণ্ডের ফুটেজে নীল গেঞ্জি পরিহিত রিপনকে বটি হাতে দেখা গেছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আনোয়ারায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী পুলিশ।