শীর্ষ ৮ মার্কিন টেলিকম কোম্পানিতে চীনা হ্যাকিং: হোয়াইট হাউজ
চীনের হ্যাকিং প্রচারণায় শীর্ষ আট মার্কিন টেলিকম কোম্পানি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর জেরে এনক্রিপশন ছাড়া যে কোনো ধরনের টেক্সট বা বার্তা পাঠানো বন্ধে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এর পাশাপাশি, চীনা সরকার সমর্থিত ‘সল্ট টাইফুন’ নামের ওই হ্যাকার দলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় গোয়েন্দা হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। দলটি এরইমধ্যে কয়েক ডজন দেশে আক্রমণ করেছে বলে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা।
ওয়াশিংটন বলেছে, ‘এটিঅ্যান্ডটি’, ‘ভেরাইজন’ ও ‘লুমেন টেকনোলজিস’সহ যুক্তরাষ্ট্রের কমপক্ষে আটটি টেলিযোগাযোগ কোম্পানিতে এই হ্যাকিং কার্যক্রম চালিয়েছে চীন। ফলে আমেরিকান নাগরিকদের অনেক ব্যক্তিগত এসএমএস বার্তা ও কলের তথ্য হাতিয়ে নিয়েছে বেইজিংয়ের কর্মীরা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক কর্মী বলেছেন, এই সাইবার হামলায় তিন ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।