যেসব কারণে ঘর দেখতে অগোছালো লাগে
বাসায় ফিরে যদি মনে হয়- ঢাকা শহরের জ্যাম ঘরে ঢুকে গেছে, তাহলে আর স্বস্তি কই থাকলো!
বেশিরভাগ সময় ঘর অগোছালো জঞ্জালময় লাগার নানান কারণ থাকতে পারে। তবে কিছু অজানা কারণেও বাসাবাড়ি ঘিঞ্জি মনে হতে পারে।
প্রবেশ মুখটাই জঞ্জালময়
বাসায় আসলে প্রথমই চোখে পড়ে ঘরে ঢোকার জায়গাটা। সেখানে এলোমেলো থাকলে ঘরে অগোছালো-ভাব মনে হয়।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন অর্গানাইজেশন’য়ের প্রতিষ্ঠাতা ক্যাটরিনা টিপলি বলেন, “অনেক জুতা ঘরে ঢোকা মুখে পড়ে থাকলে, সেটাই আগে নজরে আসবে। ঘরের সৌন্দর্য নয়। সেটা আপনি বা আপনার অতিথি যেই হোক!”
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি পরামর্শ দেন, “এই কারণে ঘরে প্র্রবেশের জায়গাটা হালকা-পাতলার রাখতে সপ্তাহে দুদিন অন্তত পরিষ্কারের উদ্যোগ নিতে হবে।”
হতে পারে বড় জিনিস পছন্দ
অনেকেই ঘরের আসবাবপত্র বাছইয়ের ক্ষেত্রে বড় জিনিস বেছে নেন। তবে ঘর জঞ্জাল মুক্ত রাখতে বাসার সাথে মানানসই আসবাব কেনা উচিত।