You have reached your daily news limit

Please log in to continue


ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে সরকারের পতন

বুধবার ফরাসি পার্লামেন্টে কঠিন পরীক্ষার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। আস্থাভোটে সরকার ধরে রাখতে পারেননি তিনি। 

৫৭৭ পার্লামেন্ট সদস্যদের মধ্যে ৩৩১ জন তার বিপক্ষে ভোট দিয়েছেন। ফলে ভেঙে পড়েছে সরকার। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে মিশেল বার্নিয়ারকে।

মিশেল ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর শিবিরের রাজনীতিবিদ। তার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, তা ছিল মাখোঁপন্থি সরকার। বুধবারের এই আস্থাভোটের পর এবার বামপন্থি দলগুলো মাখোঁর পদত্যাগ দাবি করতে শুরু করেছে। তাদের বক্তব্য, এই ভোটে স্পষ্ট হয়েছে, মাখোঁর প্রতিও পার্লামেন্টের সমর্থন নেই।

গত ৫ সেপ্টেম্বর মিশেলকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন মাখোঁ । ১৯৫৮ সালের পর এই প্রথম এত কম সময় কোনো ফরাসি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলেন।

কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী

ফরাসি পার্লামেন্টে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো জোটের কাছেই সরকার গঠনের মতো যথেষ্ট আসন নেই। যার ফলে ঝুলন্ত পার্লামেন্ট পরিস্থিতির উদ্রেক হয়েছে। এদিকে গ্রীষ্মের আগে আবার নির্বাচনের আয়োজনও সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন