You have reached your daily news limit

Please log in to continue


জামদানি নিয়ে সমালোচনার জবাব দিলেন জয়া আহসান

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের সূত্রে কখনও পাশের দেশ ভারতেও আনাগোনা তার। ওপার বাংলায় তো বটেই, বি-টাউনের সঙ্গেও রয়েছে তার যোগাযোগ।

এইতো, গত রোববার মুম্বাইয়ে বসে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আরব সাগরের তীরে আয়োজিত সেই অনুষ্ঠানে রীতিমত বসে তারার হাঁট। উপস্থিত ছিল বলিউড-টালিউডের নামজাদা সব তারকারা। সেখানে ডাক পান বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানও। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ বিশেষ পুরস্কারও পান অভিনেত্রী।

মুম্বাইয়ের সেই মঞ্চে এদিন ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে হাজির হন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু বিপত্তিটা বাধে, গত মঙ্গলবার রাতে জয়ার ছবিগুলো যখন সামাজিক মাধ্যমে ছেয়ে যায়। আপত্তির বিষয় ছিল, জামদানিকে শাড়ির মতো না পরে খানিকটা ভিন্নভাবে পরেছিলেন জয়া। আর তা কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে শুরু হতে থাকে সমালোচনা, বিতর্ক!

বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারলেন না জয়া আহসান। সদ্যই গণমাধ্যমকে তিনি জানালেন, জামদানি পরার মধ্যে কোনো তাত্ত্বিক নিয়ম নেই। অভিনেত্রীর কথায়, ‘কেউ তো দাসখত দেয়নি যে, জামদানি এভাবে পরা যাবে না, ওভাবে পরা যাবে না। আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি, যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই। তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পরতে পারব না?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন