You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি, এপারে আতঙ্ক

কক্সবাজারের উখিয়ার কাছের পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে সীমান্ত পোস্ট দখলে নিতে মিয়ানমারের আরাকান রাজ্যের দুই সশস্ত্র বিদ্রোহীর মধ্যে আবারও প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। 
বুধবার ভোররাত ও বৃহস্পতিবার সকালে গোলাগুলির ঘটনা ঘটে। 

তুমব্রুর গ্রামীণ এলাকা ও বাজারের ব্যবসায়ীরা জানান, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার উত্তর পাড়াতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ৩৪-৩৫ পিলারের মাঝামাঝি এলাকায় বুধবার রাত ১২টা ২৫ মিনিটে প্রথম হামলার ঘটনা ঘটে। যা মিয়ানমারের সামান্য অভ্যন্তরে। এ সময় অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। 

একই সীমান্ত পিলার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় টানা অর্ধশত রাউন্ড গোলাগুলির তীব্র শব্দ সীমান্ত পেরিয়ে তুমব্রু গ্রাম ও তুমব্রু বাজার এলাকা কেঁপে উঠে। 

সূত্রগুলো বলছে, ভারী অস্ত্রের এই গোলাগুলি আরকানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও আল ইয়াকিনের মধ্যে সংঘটিত হয়েছে বলে তারা শুনেছেন। 

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোহাম্মদ শফিক আহমদ জানিয়েছেন, গত রাত ও ভোরে এই গোলাগুলি ছিল এ বছরের সবচেয়ে দীর্ঘ গোলাগুলির ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন