আলফা পুরুষের সঙ্গে প্রেম করছেন? জেনে নিন কী বিপদের মধ্যে আছেন

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫

‘আলফা পুরুষ’ ভাবতেই আপনার চোখে কেমন ছবি ভেসে ওঠে? উচ্চাকাঙ্ক্ষী, শক্তিশালী, নেতৃত্বদানকারী, বুদ্ধিমান, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, অন্যকে নিয়ন্ত্রণ করতে চান, রাগী, জেদি, মেজাজ মাঝেমধ্যে বিগড়ে গেলে ‘সহিংস’ আচরণ করতে পারেন, এমন কোনো পুরুষ? বলিউডের বড় পর্দায় মুক্তি পাওয়া হালের ‘পুষ্পা’, ‘কবির সিং’ বা ‘অ্যানিমেল’ থেকে শুরু করে ঢালিউডের ‘তুফান’ সিনেমায় এ ধরনের পুরুষ চরিত্র মূলত উদ্‌যাপিত হয়েছে। আলফা পুরুষেরাই অনেক ক্ষেত্রে সমাজের নেতৃত্ব দেন। তাঁদের নিয়েই সমাজে আলোচনা হয় বেশি।


তবে একজনকে তথাকথিত ‘আলফা’ বৈশিষ্ট্যে আটকে ফেলা কঠিন। কেননা মানুষের ব্যক্তিত্ব এত বিচিত্র যে ‘আলফা পুরুষ’ বলার মাধ্যমে তাকে বাক্সবন্দী করে ফেলা অনেক ক্ষেত্রেই ভুল। ‘আলফা পুরুষ’ ধারণার মধ্য দিয়ে পুরুষত্বের বৈশিষ্ট্যগুলো সংকীর্ণ বা সংকুচিত করে ফেলা হয়েছে। সিনেমা থেকে সমাজে আলফা পুরুষ যতই চর্চায় থাকুক বা উদ্‌যাপিত হোক না কেন, সঙ্গী হিসেবে এসব পুরুষ খুব একটা সুবিধার নন। এমনটা জানা গেছে একাধিক গবেষণায়। গবেষণায় আরও বলা হয়েছে যে আলফা পুরুষের সঙ্গে সম্পর্কে থেকে একজন নারীর সুখী হওয়ার সম্ভাবনা খুবই কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও